শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আবারো ট্রাফিকের ভূমিকায় কাউন্সিলর ফারুক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌছতে ও দ্রুত বাড়ি ফিরে যেতে যানজট মুক্ত পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক। তিনি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের বাহিরে আগত এসএসসি পরীক্ষার্থীদের চলাচল ও যাতায়াতের শৃঙ্খলা রক্ষায় পরীক্ষার প্রথম দিন থেকে রাস্তায় দাড়িয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

 

তার এ ধরণের মহতি কাজে অভিভাবক-অভিভাবিকারা প্রশংসা করে বলেন কাউন্সিলর ওমর ফারুকের বলিষ্ট ভূমিকায় আমাদের পরীক্ষার্থী সন্তানেরা সময়মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারছে এবং পরীক্ষা শেষে আমরা তাদেরকে নিয়ে নিরাপদে দ্রুত বাড়ি ফিরতে পারছি। আমরা এ ধরনের কাজে মুগ্ধ হয়েছি ও কাউন্সিলর ওমর ফারুককে ধন্যবাদ জানাই। 

উল্লেখ্য যে, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ বছর মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়, আনন্দলোক উচ্চ বিদ্যালয়, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, সানারপাড় শেখ মর্তুজা আলী উচ্চ বিদ্যালয় এর সর্বমোট ১ হাজার ১৬০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

সরকারী বিভিন্ন পরীক্ষা চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জ পুল হতে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যানজট নিরসনে অনন্য ভূমিকা পালন করেন কাউন্সিলর হাজী ওমর ফারুক।