শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

মা-বাবা হচ্ছে সন্তানের সব থেকে বড় বন্ধু : মেয়র হাসিনা গাজী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

রূপগঞ্জের উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, শিক্ষা যেমন জাতীয় মেরুদন্ড ঠিক তেমনই শিক্ষা জাতীর উন্নতির মাপকাঠি। যে দেশের নাগরিক যতো বেশি শিক্ষিত সে দেশ ততো উন্নত। 


বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। জাতীকে সুশিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা সেক্টরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সরকার চায় দেশের নারীরা সুশিক্ষিত হবে। এবং নিজের সন্তানকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। 


জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক থেকে ছেলে মেয়েরা যেনো দূরে থাকে সেজন্য মায়েদের বিশেষভাবে নজর দিতে হবে। ছেলে মেয়েদের সঙ্গে কোন দূরত্ব না রেখে বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য। 


মায়েদের পরামর্শ দিয়ে বলেন যাতে করে কোনো সমস্যা হলেই ছেলে মেয়েরা তাদের নিজেদের মনের কথা মা’কে বলতে পারে। কারণ মা-বাবা হচ্ছে সন্তানের সব থেকে বড় বন্ধু। কাজেই সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি উদ্যোগ মাকেই নিতে হবে। 


মঙ্গলবার (ফেব্রুয়ারি) বিকেল রুপগঞ্জ উপজেলা রূপসী এলাকার হাজী মোহাম্মদ আরোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও জিনিয়াস একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরোস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 


এ সময় তিনি আরও বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন  প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সুক্ষিায় শিক্ষিত জাতিই পারে দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে। তাই জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে। নিতে শিক্ষাখাতে বেশী গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


আগামী দিনে দেশকে বিশ্বের উন্নত দেশের কাতার নিতে হলে জাতীকে সুশিক্ষার শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাই প্রতিটি ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। 
বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা রুখে দেয়া যাবে না। এখন সময় বাংলাদেশের অগ্রযাত্রার । এই ধারায় আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। সকল ক্ষেত্রে আওয়ামীলীগ সরকার উন্নয়ন কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরাকার অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে। যা বিগত কোন সরকার করতে পারেনি

 কোন মানুষ এখন আর না খেয়ে থাকেন  না। গৃহহীনদের গৃহের ব্যবস্থা করছে সরকার । পর্যায়ক্রমে সকলকে গৃহনির্মাণ করে দেয়া হবে। অস্বচ্ছল, দুঃস্থ,বিধবা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অসহায় মানুষকে সরাকর বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সহায়তা করছে। 


 অনুষ্ঠানে হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও জিনিয়াস একাডেমীর প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।