শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার অবৈধ স্ট্যান্ড নিয়ে আরো বেশী কঠোর হচ্ছে পুলিশ প্রশাসন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে ধীরে ধীরে সকল সমস্যার সমাধান করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ পরে ধূমপানমুক্ত করা এবং পরিবেশ রক্ষার্থে চার পাশের দোকানপাট উচ্ছেদ হয়েছে। পরবর্তীতে চাষাঢ়া এলাকার সিএনজি স্ট্যান্ডও উচ্ছেদ করেছেন। একই সাথে চাষাঢ়া এলাকার বিভিন্ন ফুটপাতকেও তিনি হকারমুক্ত করেছেন।

 

তারই ধারবাহিকতায় এবার চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধভাবে গড়ে উঠা লেগুনা ও দূরন্ত বাসস্ট্যান্ড নিয়ে কঠোর হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ।

৩ ফেব্রুয়ারী রোববার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধ গড়ে উঠা লেগুনা ও দূরন্ত বাসস্ট্যান্ড উচ্ছেদ করেছেন। ফলে এদিন চাষাঢ়া এলাকায় অন্যদিনের তুলনায় যানজটও কম ছিল। রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের কিছুটা ভোগান্তির লাঘব হয়েছে।

জানা যায়, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই ধীরে ধীরে কঠোর হতে শুরু করছেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। ইতোমধ্যে গার্মেন্টস সেক্টরে শ্রমিক নেতাদের দৌরাত্ম্য কমে এসেছে এবং মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। পূর্বের তুলনায় সন্ত্রাস ও মাদক ব্যবসা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার চাষাঢ়া এলাকায় যানজট দূর করা ও ফুটপাতকে হকারমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন।

গত ১০ জানুয়ারি চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিং করে মাদক, ভূমিদস্যু ও হকার উচ্ছেদের ঘোষণা দেন জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ। এসময় তিনি শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় কলেজের শিক্ষার্থীদের অযথা আড্ডা দিতে নিষেধ করেন। একই সাথে ভবিষ্যতে যেন ক্লাস চলাকালিন সময়ে আড্ডা দেয়া না হয় সে বিষয়ে সতর্ক করে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনা করার পরামর্শ দেন। এর ৩ দিন পর গত ১৩ জানুয়ারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও তাছলিমুন নেছার নেতৃত্বে অভিযান চালিয়ে কয়েক জন শিক্ষার্থীকে ধূমপানের অপরাধে জরিমানা করেন। এরপর থেকেই ক্লাস চলাকালীন সময়ে শহীদ মিনারে তেমন একটা ছাত্র ও ছাত্রীদের উপস্থিতি থাকে না।

পুলিশ সুপারের ১০ জানুয়ারীর ওই ঘোষণার চাষাঢ়া এলাকার ফুটপাথ থেকে হকাররাও বসতে সাহস করেন না। তারা এখন রুটিন মোতাবেক সন্ধার পর বসে তবে চাষাড়া গোল চত্তরের পাশে বসতে পারে না।

পুলিশ সুপারে নির্দেশনায় অভিযানের ফলে শহরের বঙ্গবন্ধু সড়কে দীর্ঘদিন ধরে দখল করে থাকা সিএনজি স্ট্যান্ডও সড়ে যায়। যদিও মাঝে মাঝে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকেন। তবে সিএনজি স্ট্যান্ড সড়ে গেলেও চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধভাবে গড়ে উঠা লেগুনা ও দূরন্ত স্ট্যান্ড উচ্ছেদ হচ্ছিল না। এবার সেই অবৈধ স্ট্যান্ডও উচ্ছেদ হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের কঠোর নির্দেশনায় শেষ পর্যন্ত তারা ঠিকে থাকতে পারেনি।

এদিকে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সচেতন মহল। তাদের মতে, পুলিশ সুপারের এই মনোভাব থাকলে নারায়ণগঞ্জ শহরে কোন সমস্যা থাকবে না। সাধারণ মানুষজনকে কোন ভোগান্তির শিকার হতে হবে না।