যমুনা ফিউচার পার্কে ১১ রেস্টুরেন্টকে জড়িমানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৮ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ফুডকোর্টে টানা ৯ ঘণ্টা ভেজালবিরোধী অভিযান চালিয়ে ১১টি রেস্টুরেন্টকে ২৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানে মোগল মহল রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা, ইন্ডিয়ান কিচেন রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, আরসালান রেস্টুরেন্টকে ২ লাখ, ডোমেস্টিক ইন্ডিয়ান স্পাইসিকে ৬ লাখ, ফ্রেন্ড ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টকে ২ লাখ টাকা, ইন্ডিয়ান স্পাইসি কিং কে ৫ লাখ ২৫ হাজার টাকা, পপুলার তাইওয়ান রেস্টুরেন্ট কে ২ লাখ টাকা, স্টাসি ক্যাফে কে ১ লাখ টাকা, দি গ্রেড কাবাব ফেক্টরিকে ২ লাখ টাকা এবং কিং বার্গার ও কিং ফিস রেস্টুরেন্টকে দেড় লাখ করে তিন লাখসহ মোট ২৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১১টি প্রতিষ্ঠানকে ১৩টি মামলা ও ডোমেস্টিক ইন্ডিয়ান স্পাইসি, কিং ফিস, কিং বার্গারকে সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, র্যাব-১ ও ডিএনসিসির সহায়তায় আজকে রাজধানীর অভিজাত মার্কেট যমুনা ফিউচার পার্কের ফুড কোডে অভিযান পরিচালনা করেছি। কিন্তু যমুনা পার্ক অভিজাত মার্কেট হিসেবে রেস্টুরেন্টগুলো যে রকম স্বাস্থ্যকর থাকার কথা তেমনটি পাওয়া যায়নি। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ, কোথাও পঁচা ও বাসি খাবার আবার কোথাও পোড়া তেল সহ নানান অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে এবং খাদ্যে ভেজালের অপরাধে ১৩টি মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, এখানে অভিযান চালাতে গিয়ে দেখলাম একেবারেই অদায়িত্বশীলতার সঙ্গে চলছে রেস্টুরেন্টগুলো। কিন্তু কর্তৃপক্ষ চাইলেই এগুলো ঠেকাতে পারতেন। তা তারা করছেন না। তাই আমরা আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে বুঝাচ্ছি এবং যারা ভালো করছে তাদের ধন্যবাদ দিয়ে অনুপ্রাণিত করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।