উন্নয়নের জন্য আমার কাছে কোন দল নাই: আইভী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, উন্নয়ন আমার নেশা এবং পেশা। আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। উন্নয়নের জন্য আমার কাছে কোন দল নাই। এই কথাগুলো আমি আগেও বলেছি।
বুধবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কাউন্সিলরদের সাথে আমার সম্পর্ক কাজের। কে কোন দল করে বা কার লোক সেগুলো আমার কাছে বিবেচ্য নয়। বর্তমান সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে তা অন্য কোন সরকারের আমলে হয় নাই। দেশকে উন্নত রাষ্ট্র বানাতে চাইলে উন্নয়নের কোন বিকল্প নাই।
নাসিক ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরিবাড়ি আদর্শবাজার হতে ২নং ঢাকেশ্বরি এলাকার শহিদুল্লাহ ক্লাব পর্যন্ত ৫ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেনসহ ১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এই রাস্তাটি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি দাবি ছিল। রাস্তার কাজ উদ্বোধন করাতে ওই ওয়ার্ডের কয়েকশত নারী পুরুষ উপস্থিত থেকে মেয়রকে সাধুবাদ জানায়।
মেয়র আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, ‘মহান সৃষ্টিকর্তা যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন। কেননা তার বলিষ্ঠ নেতৃত্বে আজ দেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারছে। নিম্ন আয়ের দেশের থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তর হয়েছে বাংলাদেশ।
এ সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-২ মিনোয়ারা বেগম, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভূইয়া, দেলোয়ার হোসেন দেলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।