মন্ত্রী গাজীকে জেলা পুলিশের গার্ড অব অনার
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীর প্রতীক) গার্ড অব অনার প্রদান করেছে জেলা পুলিশ।
বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার), উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে মন্ত্রী গাজী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। আমরা চাই আইনজীবীরাও এর সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আমি সকল আইনজীবীদের আহ্বান জানাবো, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর বিরুদ্ধে হওয়া মামলাগুলোর প্রতি আপনারা গুরুত্ব দেবেন। তারা যেন সহজে ছাড়া না পায়।’
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মো. মোহসীন মিয়া প্রমুখ।