মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আইভী একজন যোগ্য নেত্রী: মন্ত্রী গাজী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী একজন যোগ্য নেত্রী। ওনাকে বলবো, আপনি আপনার সুশাসন চালিয়ে যান।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে দেওভোগের আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক পৌর মেয়র আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, জেলায় মাদক নিয়ন্ত্রন হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতে জিরো টলারেন্স। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দুর্নীতিমুক্ত মন্ত্রিসভা দিয়েছেন। আমরা চাই দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে, মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে।

জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এসপি সাহেবকে বলবো, তিনিও যেন আমাদের সুশাসন চালাতে সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের যে সুনামটা হারিয়ে গিয়েছিল সেটা যেন ফিরে আসে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো রাজনীতি করি। আমরা সারা বাংলাদেশকে যেমন চিনি তেমনি আমার এলাকা ও জেলাকেও চিনি। সে অনুযায়ী আগে আমার উপজেলা, জেলা প্রাধান্য পাবে, তারপর বাংলাদেশ প্রাধান্য পাবে। কেননা আগে আমার ঘর ঠিক রাখতে হবে। তারপর আস্তে আস্তে আমরা চারদিকে সুশাসন ছড়িয়ে দেবো।’