মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

পুরস্কার পাচ্ছেন না’গঞ্জ পুলিশ ও র‍্যাবের ৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

প্রতি বছর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য রাষ্ট্রীয়ভাবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন পুলিশের ৩৪৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। এ তালিকায় আছেন নারায়ণগঞ্জ পুলিশ ও র‍্যাবের ৬ কর্মকর্তা। 

তারা হলেন, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, র‌্যাব-১১ নারায়ণগঞ্জের সাবেক (সদ্য বদলী হওয়া) অধিনায়ক লে. কমান্ডার রাসেল আহমেদ কবীর, র‍্যাব-১১ নারায়ণগঞ্জের উপ অধিনায়ক মেজর আশিক বিল্লাহ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. গিয়াসউদ্দিন, ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান ও সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২-এর উপসচিব ফারজানা জেসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রতি বছর বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরি অনুযায়ী, এবার বিপিএম (সেবা) পুরস্কার পাচ্ছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। এর আগেও দুইবার করে বিপিএম ও পিপিএম পুরস্কার পেয়েছেন তিনি। এবার নিয়ে পঞ্চম বারের পুলিশ পদক পাচ্ছেন তিনি।

এছাড়া র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সাবেক অধিনায়ক লে. কমান্ডার রাসেল আহমেদ কবীরও বিপিএম (সেবা) ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বদলী হয়েছেন। পিপিএম (সাহসিকতা) পুরস্কার পাচ্ছেন, র‍্যাব-১১ নারায়ণগঞ্জের উপ অধিনায়ক মেজর আশিক বিল্লাহ। একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. গিয়াসউদ্দিন, ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান ও সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ।

আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এই পদক তুলে দেবেন।