প্রথম সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন না’গঞ্জের ৪ এমপি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বুধবার (৩০ জানুয়ারি) শুরু হচ্ছে। বিকাল ৩টার দিকে অধিবেশন বসার কথা। অধিবেশনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত ৪ সাংসদ৷
তারা হলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তদীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান৷ এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান অসুস্থ্যতার কারণে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন৷
এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ওই দিন অনুষ্ঠিত ভোটে ২৯৯ আসনের মধ্যে দলটি এককভাবে ২৫৭টিতে জয় পেয়েছে। আর জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে, তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে আটটি আসন। ১ জানুয়ারি নির্বাচনি ফলের গেজেট প্রকাশের পর আওয়ামী লীগসহ তাদের জোটভুক্ত দলের সদস্যরা ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর ক্ষমতাসীন দলের সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।
