রেজাউল করিম পেলেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি স্মারক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

আইনজীবী পেশায় বিশেষ অবদানের জন্য ড. মো. শহীদুল্লাহ স্মৃতি স্মারক গ্রহণ করেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম। তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন বিচারপতি মো: শামসুল হুদা।
শনিবার রাজধানীতে “সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে আমাদের করনীয়” শির্ষক আলোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী সহ আরো অনেকে।
রেজাউল করীম বলেন, যে কোন কাজের ক্ষেত্রেইে সম্মাননা পওয়াটা আমি মনে করি অনেক বড় একটা ব্যাপার। একে আমি আমার কাজের স্বীকৃতি হিসেবে দেখছি। বিশেষ করে ড. মো. শহীদুল্লাহ যিনি ছিলেন বাংলাদেশের এবং বাংলা ভাষার একজন পথিকৃৎ। তাঁর নামের স্মারক গ্রহণ করে আমি নিজেকে অনেক ভাজ্ঞবান মনে করছি। এ সম্মাননা আমার পেশাগত জীবনে এবং ব্যক্তিগত, রাজনৈতিক জীবনে অবশ্যই ভাল প্রভাব ফেলবে। এটা আমার জন্য সাফল্য।
এছাড়া সদ্য অনুষ্ঠিত হওয়া আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘পূর্বে আইনজীবী সমিতির নির্বাচনে আমি সর্বোচ্চ ব্যবধানে জয় লাভ করেছিলাম। তবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোন সুযোগ ছিলনা। এবারের নির্বাচনে জাতীয় নির্বাচনের মত কিছু অনৈতিক কাজ ঘটেছে। ফলে অন্য প্রার্থীদের মত আমিও ভিক্টিমাইজ হয়েছি।’