মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নারায়ণগঞ্জের ডিআইটি কলোনির পেছন থেকে সিয়াম (১৭) নামের এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৮ জানুযারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিলয় নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

নিহত সিয়ামের পরিবার জানায়, রবিবার রাত ৯টায় নগরীর উকিলপাড়া আজিজুর রহমানের হোসিয়ারি কারখানায় কাজ শেষে বের হয় সিয়াম। এর পর রাতে বাসায় না ফেরায় সোমবার সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুঁজতে বের হয়। ডিআইটি কলোনির পেছনে এক যুবকরে মরদেহ পড়ে থাকতে দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন সিয়ামের মৃতদেহ শনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত সিয়ামের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। সিয়ামের বাবার নাম সোহেল মিয়া। তারা দেওভোগ লিচুবাগ মসজিদ গলির হামিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ওসি কামরুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত সন্দেহে লিয়ন নামের এক যুবকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত হত্যার রহস্য উন্মোচন করা যাবে।