বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সেই চানবরু আর নেই

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়কে ফেলে রাখা বৃদ্ধা চানবরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বিকেলে ৮০ বছর বয়সে তিনি মারা যান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ঝালকাঠির সদর ইউএনও আতাহার মিয়া। বৃদ্ধা চানবরুর দাফনের জন্য পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজনকে দায়িত্ব দেন তিনি।

বৃদ্ধা চানবরু চির কুমারী ছিলেন। বাবা-মায়ের সঙ্গেই জীবন যাপন করতেন। বাবা-মা মারা যাবার পর ছোট বোন জাহানুল বেগমের কাছে থাকতেন তিনি। পারিবারিক প্রয়োজনে জাহানুল বেগমও ঢাকায় চলে যান। এরপর আত্মীয় স্বজনদের বাড়ি, ঘরের বারান্দা, রান্না ঘর, গোয়াল ঘরে আশ্রয় নিয়ে জীবন অতিবাহিত করেন। বয়সের ভারে স্বাভাবিক জীবন যাপন করতেও অক্ষম তিনি। বাসন্ডা এলাকায়ই তার পিতা-মাতা এবং আত্মীয় স্বজনদের বাড়িতে কাটাতেন।

 

এক মাস পূর্বে শহরের বাসন্ডা ব্রিজের ঢালে সড়কের পাশে তার আত্মীয় স্বজনরা ফেলে রেখে যায়। বিষয়টি সংবাদ কর্মী এবং স্থানীয়রা ডিসি মো. হামিদুল হককে জানালে তিনি সদর ইউএনও মো. আতাহার মিয়াকে সেখানে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ করেন। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গোলাম ফরহাদ তাকে চিকিৎসা পর্যবেক্ষণে রাখেন।

এ ব্যাপারে ইউএনও আতাহার মিয়া বলেন, এক মাস পূর্বে শহরের বাসন্ডা ব্রিজের ঢালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বিষয়টি সংবাদকর্মী এবং স্থানীয়রা

ডিসি মো. হামিদুল হকের নির্দেশে বৃদ্ধা চানবরুকে উদ্ধার করে সার্বিক চিকিৎসাসহ আর্থিক সহায়তা দেই । সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা চানবরু মারা যান। চানবরুর দাফনের জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা করব।