শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কুতুবপুরের আলোচিত সন্ত্রাসী মীরুর জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ফতুল্লার কুতুবপুর এলাকার আলোচিত সন্ত্রাসী মীর হোসেন মীরুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানী শেষে আদালত মীরুর জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো হাবিবুর রহমান।

এর আগে রবিবার (২৭ জানুয়ারি) ফতুল্লা থানা পুলিশ মীরুর বিরুদ্ধে রিমান্ড আবেদন করলে রিমান্ড নামঞ্জুর করেন আদালত।

গত ২০ জানুয়ারি ফতুল্লার কুতুবপুরের নিজ বাসা থেকে আলোচিত সন্ত্রাসী মীর হোসেন মীরুকে গ্রেপ্তার করেছে জেলা গেয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাসী মীরুর বিরুদ্ধে একাধিক আলোচিত হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজী, হত্যার চেষ্টা এবং ভূমিদস্যুতা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি মীর হোসেন ওরফে মীরু।