সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের দশটি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মাদক ব্যবসায়ী মো. জাহিদ (২৮), শান্ত (১৫), দেলোয়ার হোসেন (২৮), মনির হোসেন ওরফে মুন্না (৪৯), রাজন হোসেন (২৩), জহিরুল ইসলাম বাবু (২৩), বাবু (২৫), রফিকুল ইসলাম (৪২), আরমান (৩০), মুসলিম (৪৫) ও জনি (৩০) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল্লাহ (২৫), হানিফ ওরফে লালু (৩৫), সানাউল্লাহ (২০), সুমন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আনিছুর রহমান (৩২), শাহ আলম, আল আমিন। এছাড়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া এলাকায় প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগে হৃদয় হোসেন (২২) নামে একজনকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জের বিভন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ১১ জন মাদক ব্যবসায়ী ও ৮ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে যেই সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না।