সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধি নারী ধর্ষণ, যুবককে গণপিটুনি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

সিদ্ধিরগঞ্জে এক বাক প্রতিবন্ধি নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে জালকুড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষণে অভিযুক্ত হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
মামলা সূত্রে জানা গেছে, রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী বাক প্রতিবন্ধি নারী তার এক ভাইয়ের বাড়ি থেকে অন্য ভাইয়ের বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে একই এলাকার হৃদয় (২২) নামে এক যুবক তাকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় কিছু মহিলারা দেখে ফেলে। পরবর্তীতে তারা পরিত্যক্ত বাড়ির কাছে গেলে হৃদয় তাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। উক্ত মহিলারা বাক প্রতিবন্ধি নারীটিকে উদ্ধার করে এবং তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানায়, ভাইয়ের বাড়ি যাওয়ার সময় হৃদয় (২২) নামে এক যুবক তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মানুষের উপস্থিতি বুঝরে পেরে সে পালিয়ে যায়। মহিলারা ওই প্রতিবন্ধি নারীকে উদ্ধার করে তার ভাইয়ের বাড়িতে নিয়ে আসে। এ সময় বাকপ্রতিবন্ধি ওই নারী ইশারা-ইঙ্গিতে তার ভাইয়ের স্ত্রীকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। পরে বিকেলে প্রতিবন্ধি নারীর ভাই স্থানীয়দের সহায়তায় জালকুড়ির মাদবর বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা হৃদয়কে গণপিটুনি দেয়। পরে এ ঘটনার খবর পেয়ে আমরা আসামিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে ধর্ষিতার ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ্ পারভেজ জানান, সিদ্ধিরগঞ্জ জালকুড়ি পূর্বপাড়া এলাকায় প্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের অভিযোগে হৃদয় নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার ভাই একটি মামলা দায়ের করেছে।