রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, আহত ১
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

রাজধানী বিমানবন্দরে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিয়ামুল (১৯) নামের এক রড মিস্ত্রি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
নিয়ামুলের সহকর্মী রুবেল হোসেন জানান, নিয়ামুলসহ তিনি ও আরেক সহকর্মী ইমরান সকালে খিলগাঁও থেকে গাজিপুর চৌরাস্তায় রডমিস্ত্রির কাজ করতে যায়। বিকেলে সেখান থেকে ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরছিলেন।
বিমানবন্দর এলাকায় ট্রেনটি পৌঁছালে চার ছিনতাইকারী এসে ইমরান ও রুবেলেকে ছুরি ঠেকিয়ে নগদ ১৩ হাজার টাকা ও চারটি মোবাইলসেট ছিনিয়ে নেয়। এরপরে তারা পিছনে বসে থাকা নিয়ামুলের কাছ থেকে সব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ও ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।