রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬৬
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

রাজধানীতে বিরোধী অভিযানে মাদকসহ ৬৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের থেকে ৪৭৪৫ ইয়াবা, ৩৪৪ গ্রাম ৯০৮ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ১৩৯১ বোতল ফেনসিডিল, ১৬৭ ক্যান বিয়ার, ২৯ বোতল বিদেশি মদ ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে।