মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

এ প্লাস’গ্রেডের স্টিকার নকল,ধানমন্ডির হান্ডিকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

রেস্তোরাঁর মান নির্ধারণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেওয়া ‘এ প্লাস’ গ্রেডের স্টিকার নকল করে ব্যবহার করায় ধানমন্ডির হান্ডি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয় ধানমন্ডির হান্ডি রেস্টুরেন্টে। সেখানে এ প্লাসের গ্রেডের নকল স্টিকার পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন,  ‘আমরা স্বাস্থ্যসম্মত মানের রেস্টুরেন্টের জন্য একটি স্টিকার দিয়েছিলাম। সচিবালয়ের আশপাশ এলাকায় আমরা প্রাথমিকভাবে স্টিকারগুলো দিয়েছিলাম। নয়া পল্টনের হান্ডি রেস্টুরেন্টকে আমরা এ প্লাস একটি স্টিকার দেই। কিন্তু আমরা জানতে পারি যে সেই স্টিকার নকল করে তারা ধানমন্ডিতেও লাগিয়েছে। স্টিকারটি প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এছাড়া নিউ মার্কেটে ফুচকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে খারাপ মানের ফুচকা সংগ্রহ করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান,  এর আগেও এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছিল। এবারও একই অবস্থা পাওয়ায় কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। কারণ সেখানেকার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।