বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

এবার লাঙলে ভোট দেবো: শুক্কুর মাহমুদ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেছেন, ‘আমাকে বলেছে প্রার্থীতা ছেড়ে দিতে, আমি ইচ্ছায় ছেড়ে দিয়েছি। কারণ আমার ভাতিজাকে দিয়ে বাকি উন্নয়নের কাজ করাতে চাই।

আমি এই কাজের দায়িত্ব তাঁর উপর ছেড়ে দিয়েছি। আমি তাঁর পাশে থেকে, নারায়ণগঞ্জের উন্নয়ন দেখতে চাই। যারা আজকে বিজয়ী হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাকে হুশিয়ার করে দিতে চাই। আমরা সবাই মহাজোট, এবার দেবো লাঙ্গলে ভোট।’

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে বন্দরের কদম রসূল কলেজের সামনে শ্রমিকলীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, ‘উনি বিকেএমইএ’র সভাপতি, একজন শিল্পপতি। আমি তাকে শিল্পপতি বলে জানি না। আমি চিনি আমার বড় ভাইয়ের সন্তান হিসেবে। এই আসনের বিজয়ী হিসেবে। যে লাঙ্গলকে ধারন করে নৌকার পক্ষে ৩০ তারিখে বিজয় ছিনিয়ে আনবে। আলোচনা সমালোচনা ছেড়ে দিন। খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী দলের সঙ্গে ঐক্য করেন। এ দেশকে, এদেশের মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে। হুশিয়ার করতে চাই, আমরা যুদ্ধ করতে এসেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই স্বাধীনতা বিরোধী শক্তিকে দেশ থেকে নির্মূল করে ছাড়বো।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিমউদ্দিন প্রধান, শ্রমিকনেতা কামরুল হাসান মুন্না প্রমুখ।