বন্দরে কিশোরী গৃহপরিচারিকা ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

বন্দরে কিশোরী গৃহপরিচারিকা ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম ওরফে বিশুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে কলাগাছিয়া ইউনিয়নস্থ সেলসারদী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ধর্ষিতার মা শিউলী বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে পীর সৈয়দ হাবিবুর রহমানের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। যার মামলা নং- ৪৮(১)১৯।
জানা গেছে, গত ১০ দিন ধরে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদি এলাকার মৃত নাসির মিয়ার মেয়ে (১১) সেলসারদী এলাকার পীর সৈয়দ হাবিবুর রহমানের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছে। পাশাপাশি সুদূর চাপাইনবাবগঞ্জ জেলার নাওসংবার গ্রামের জান্নাত পাড়া এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে আব্দুর রহিম ওরফে বিশু মিয়া সেও একই মালিকের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে আসছে। বিশু মিয়া তার কাজের ফাঁকে প্রায়ই গৃহপরিচারিকা কিশোরীকে নানা ভাবে বিরক্ত করত। মাঝে মাঝে লম্পট কিশোরীকে কুপ্রস্তাবও দিত।
এর ধারাবাহিকতায় গত বুধবার রাত ১০টায় টাকার প্রলোভন দেখিয়ে ওই বাড়ির একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিষয়টি তার মাকে অবগত করলে তার মা বন্দর থানায় মামলা দায়ের করে।