টঙ্গী-না`গঞ্জ লিংক রোড পর্যন্ত হবে পাতাল ট্রেনের রাস্তা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার
টঙ্গী থেকে নারায়ণগঞ্জ লিংক রোড পর্যন্ত হবে সাবওয়ে রুট বা পাতাল ট্রেনের রাস্তা । সাবওয়ে রুট দিয়ে টঙ্গী থেকে নারায়ণগঞ্জ লিংক রোডে মানুষ তার গন্তব্যে পৌঁছাবে মাটির নিচ দিয়ে। এটা অনেকটা টিউব রেলের মতো। কিছু দূর পর পর স্টেশন থাকবে। এর ভেতরে ‘লাইট ট্রেন’গুলো চলবে। তবে এর ভেতরের গতি থাকবে খুব বেশি।
সাবওয়ে উন্নত বিশ্বের দ্রুত পরিবহন ব্যবস্থা হিসেবে স্বীকৃত। সরকার চারটি সাবওয়ে রুট করার পরিকল্পনা নিয়েছে। নতুন এই প্রকল্পের দায়িত্বে থাকবে সরকারের সেতু বিভাগ।
জানা গেছে , সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনাকে সরকার উচ্চ অগ্রাধিকার প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এপ্রিল মাসে পরামর্শক প্রতিষ্ঠান সাবওয়ে রুটের সম্ভাব্য যাচাই করে প্রস্তাব দেবে। পুরো কাজটি হবে মাটির নিচে। ঢাকা শহরের ৩০ মিটার নিচ দিয়ে যাবে প্রতিটি সাবওয়ে রুট। আর সে কারণে জমি অধিগ্রহণেরও প্রয়োজন হবে না।
সাবওয়ের জন্য এখন পর্যন্ত সম্ভাব্য চারটি রুট চিন্তা করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম রুট হবে টঙ্গী থেকে নারায়ণগঞ্জ লিংক রোড পর্যন্ত। মাঝের স্টেশন গুলো হবে উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, কাকলী, মহাখালী, মগবাজার, কাকরাইল, পল্টন, শাপলা চত্বর যাত্রাবাড়ী, শনির আখড়া।
এখন পর্যন্ত সাবওয়ের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক দিয়ে কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ। পরামর্শক সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে ২১৯ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ৮৩১ টাকায় একটি ক্রয় প্রস্তাব গত বছরের শেষ দিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়।
