শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনা টাকায় পুলিশী সেবা দেয়ার নির্দেশ সদর ওসির

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

বিনা টাকায় পুলিশী সেবা দেয়ার জন্য নিজ থানার পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। মামলা ও জিডি করতে কোন টাকা পয়সা লাগবে না উল্লেখ করে থানার ভেতর ও থানা প্রাঙ্গণে ফেস্টুন সাটিয়েছেন তিনি। কোন পুলিশ সদস্য এ সংক্রান্ত কারণে সাধারণ মানুষের কাছে টাকা কিংবা অন্য কোন সুবিধা দাবি করলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কামরুল ইসলাম।

শনিবার (২৬ জানুয়ারি) সদর থানায় সরেজমিনে দেখা যায়, এ সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেয়ালে সাটিয়ে রাখা হয়েছে। ফেস্টুনে উল্লেখ করা হয়েছে, থানায় মামলা বা জিডি করতে কোন টাকা পয়সা দিতে হয় না। কেহ যদি কোন অনৈতিক টাকা পয়সা দাবি করে তাহলে নিম্ন স্বাক্ষরকারীকে (ওসি) জানাবে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ উদ্যোগ নেয়ার বিষয়ে আমি আরো আগেই ভেবেছি। পুলিশী সেবা নিতে এসে কেউ যাতে হয়রানি না হয় সেজন্যই এই উদ্যোগ নেয়া।

তিনি আরো বলেন, পুলিশ একটি সেবা সংস্থা। সাধারণ মানুষের সেবা দেয়ার জন্যই আমাদের নিয়োগ দেয়া হয়েছে। আমরা মানুষের সেবায় কাজ করছি। এই উদ্যোগের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাচ্ছি। কেউ যেন পুলিশের প্রতি বিরূপ মনোভাব না রাখে। আমরা মানুষের সেবার জন্য দৃঢ় প্রতিঙ্গাবদ্ধ। সঠিক সেবা দিতে আমরা সদা প্রস্তুত।