শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্ষমতায় থাকলে সবাই ভালো কথা বলে: শামীম ওসমান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আমরা ক্ষমতায় আছি৷ কেউ মন্ত্রী আছেন, এমপি আছেন, নেতা আছেন৷ ক্ষমতায় থাকা অবস্থায় সবাই ভালো ভালো কথা বলে৷ কিন্তু ক্ষমতায় না থাকা অবস্থায় মানুষ আমাদের মনে রাখলে সেটা হবে বড় প্রাপ্য৷

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালীন সময়ে জেলা জজ আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের বাইরে সাংবাদিক ও আইনজীবী এই দুইটা শক্তি খুব ব্যাপকভাবে রাখতে পারে৷ এরা রাজনীতিবিদদের থেকেও বেশি ভূমিকা রাখতে পারে৷ আইনজীবী কোর্টে ন্যায় বিচারের জন্য দাড়াতে পারে৷ আর সাংবাদিক তার কলমের শক্তিকে ভালো কাজে লাগাতে পারে৷ এই দুইটা শক্তি এক হলে নারায়ণগঞ্জে অনেক ভালো কাজ আমরা করতে পারি৷ আমাদের উপরেও চাপ সৃষ্টি হয় এবং ভালো করতে আমরাও উৎসাহবোধ করি৷ যারা খারাপ করেন তারা খারাপ কাজের থেকে বিরত থাকবেন৷

বার নির্বাচন শেষে সাংবাদিক, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের সবাইকে নিয়ে বসে আলোচনা করে নারায়ণগঞ্জের পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করবেন বলেও জানান তিনি৷

সংসদ সদস্য বলেন, রাজনীতি যে যা মন চায় করবে কিন্তু এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমাদের স্বার্থপর হতে হবে৷ নারায়ণগঞ্জের রাজনীতিবিদ, সাধারণ মানুষদের সব কিছুর উর্ধ্বে উঠে সবকিছু গোছানো উচিত৷

নারায়ণগঞ্জ একটি মৃত শহর হয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, শহরটা চলাচলের অনুযুক্ত হয়ে গেছে৷ শহরটাকে ঠিক করতে, নারায়ণগঞ্জ জেলাটাকে ঠিক করতে সকলকে একত্রে কাজ করা উচিত৷ অনেকে ক্রেডিট নিয়ে চিন্তা করতে পারেন৷ তাদের জন্য বলি, ভয় পাবার কোন কারণ নাই, সামনের বার নির্বাচন আমি করবো না৷ সুতরাং কাজটা সবাই মিলে করেন৷

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস প্রমুখ৷