শুক্রবার   ০৩ মে ২০২৪   বৈশাখ ১৯ ১৪৩১   ২৪ শাওয়াল ১৪৪৫

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

বন্দরে খালেদা আক্তার শান্তনা (এ্যানি) হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী সোলেমানকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। দুপুরে জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা এ রায় দেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আহমেদ জানান, গত ২০০৩ সালে সোলেমান ও খালেদা আক্তার শান্তনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এই দাম্পত্য কলহের জের ধরেই ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে সোলেমান তার স্ত্রী খালেদাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর স্ত্রী নিখোঁজ বলে ৮ মাস বয়সী শিশু সন্তান মিতুলকে বাড়িওয়ালার স্ত্রীর কাছে রেখে পালিয়ে যায় স্বামী সোলেমান। পরে বন্দর থানা পুলিশ ফ্ল্যাট থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা বাড়িওয়ালা মারফত জানতে পারেন নিহত খালেদার বাবা মো. শহিদুল্লাহ। পরে তিনি বাদী হয়ে বন্দর থানায় সোলেমানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সোলেমান ও খালেদা দম্পতি বন্দর উপজেলার কদম রসূল কলেজ সংলগ্ন ফরিদ আহমেদ মজুমদারের বাড়িতে ভাড়া থাকতেন। হত্যার সময় তাদের সংসারে ৮ মাস বয়সের ছেলে মিতুল ছিল।