শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বন্দরে ৫ ইটভাটায় অভিযান, জরিমানা ১৬ লাখ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

বন্দর উপজেলার দাসেরগাঁ এলাকায় ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ইট ভেকু দিয়ে ভেঙ্গে পানি দ্বারা নষ্ট করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদর।
 
অভিযানে শাসনেরবাগ বারপাড়া এলাকার মেসার্স বন্ধু ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ৫ লাখ, মেসার্স একতা ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা, মেসার্স মাশাল্লাহ ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা, মেসার্স চাচা ভাতিজা ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. নয়ন মিয়া, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখার সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মইনুল হক ও পরিদর্শক তানজিনা আক্তারসহ জেলা র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ৷
 
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নয়ন মিয়া জানান, নিয়ম না মেনে ইট তৈরী ও ইটভাটার আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ৫টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা, ৩টি ইটভাটার ক্লিন ভেঙ্গে দেয়া হয়েছে এবং সবগুলোর অবৈধ ইট ভেকু দিয়ে ভেঙ্গে পানি দ্বারা নষ্ট করা হয়েছে।