ক্লাস ফাঁকি দিয়ে শহীদ মিনারে শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
চাষাড়া শহীদ মিনারে ফের জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। কলেজ ড্রেসে শিক্ষার্থীদের আড্ডা, প্রকাশ্যে ধূমপান রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহীদ মিনারে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা দিতে নিষেধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল থেকে চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুল আরিফীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ শহরে বিনোদন কেন্দ্রের অভাব থাকায় চাষাড়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রোজ শহীদ মিনারে পাশ্ববর্তী স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে আড্ডা দেয়। তবে সকালের দিকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে শহীদ মিনারে আড্ডা দিতে দেখা যায়। বুধবার সকালেও তেমনটাই দেখা যায়। এমন সময় শহীদ মিনারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় ক্লাস ফাঁকি দিয়ে আড্ডারত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেন তারা।
শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে অযথাই শহীদ মিনারে আড্ডা না দেয়ার পরামর্শ দেন ম্যাজিস্ট্রেটগণ। এ সময় শিক্ষার্থীরাও বলেন, তারা আর ক্লাস ফাঁকি দিয়ে শহীদ মিনারে আড্ডা দেবেন না। এ সময় শিক্ষার্থীদের মৌখিক অঙ্গিকার নিয়ে তাদের চলে যেতে বলা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ সাংবাদিকদের বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে শহীদ মিনারে বসে আড্ডা দেয়। তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি। আজকের অভিযানেও ঠিক একই উদ্দেশ্যেই পরিচালিত হয়েছিলো। আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রকাশ্যে ধূমপানের অপরাধে তোলারাম কলেজের দুই শিক্ষার্থীসহ ৬ জন এবং সর্বশেষ গতকাল ২২ জানুয়ারি প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ৩ শিক্ষার্থীকে জরিমানা করা হয়।
