শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আইনজীবীদের ওয়াদা করালেন দিপু, অঙ্গীকার করলেন জুয়েল ও মোহসীন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু আইনজীবীদের ওয়াদা করিয়েছেন। আগামী ২৪ জানুয়ারীর নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে আইনজীবীদের হাত তুলে অঙ্গিকার ব্যক্ত করিয়েছেন তিনি।

২২ জানুয়ারী মঙ্গলবার রাতে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত অ্যাডভোকেট মো: হাসান ফেরদৌস জুয়েল ও অ্যাডভোকেট মোহসীন মিয়া পরিষদের পরিচিতি সভায় এ ওয়াদা করানো হয়।

অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে জুয়েল মোহসীন প্যানেলকে বিজয়ী করতে হবে। আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে বিতর্কিত করবেন না। গত বছর ৬ জন পাশ করেছিলেন, এটা খুশির বিষয় না। বারের অবমাননা করলে সিনিয়র আইনজীবীরা অপমানিত হয়। তাই এবারের নির্বাচনে আমরা পূর্ণ প্যানেলে জয়ী হতে পারলে আমরা দাবীগুলো বুক ফুলিয়ে আদায় করতে পারবো। সুতরাং ব্যক্তিগত রাগ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের জয়ী করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মাসুদুর রউফসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা।

অ্যাডভোকেট হোসনে আরা বাবলী বলেন, প্রতিবারের মতো এবারেও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইবারের নির্বাচন একটু ব্যতিক্রম। কারণ এই নির্বাচনে জয়ী হওয়ার মধ্যে দিয়ে আমাদের ডিজিটাল বার ভবন নির্মাণ হবে। জুয়েল মোহসীন পরিষদের প্রচেষ্টায় বার ভবন নির্মাণ হতে যাচ্ছে। ডিজিটাল বার ভবন নির্মাণ অব্যাহত রাখতে হলে এবারও জুয়েল মোহসীন পরিষদকে জয়ী করতে হবে।

অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, আমাদের প্যানেলকে ভোট দিলে ডিজিটাল বার ভবন নির্মাণ হবে। আমাদেরকে ভোট দিলে বারের সাড়ে ৭ কোটি টাকা বেড়ে ১০ কোটি টাকা হবে। আমরা জয়ী হলে দুই কোর্ট একসাথে থাকবে। সরকার আমাদের, মন্ত্রী আমাদের, কাজও আমরাই করবো। আমরা জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী হবে।

অ্যাডভোকেট মোহসীন মিয়া বলেন, গত একবছর আপনাদের জন্য কাজ করেছি। আপনারা সমাজের বিবেক। এই বিবেককে আগামী ২৪ জানুয়ারী কাজে লাগাবেন।

জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে আওয়ামীলীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে মনোনীত প্রার্থীরা হলেন সভাপতি হিসেবে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট আহাম্মদ ভূইয়া, সহ সভাপতি পদে অ্যাডভোকেট বিদ্যুত কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মাহাববুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদ ভূইয়া ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট স্বপন ভূইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়া সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে অ্যাডভোকেট আনোয়ার হোসেন ভূইয়া, অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও অ্যাডভোকেট হাসিবুল হাসান রনিকে।