সেলিম ওসমানের শারীরিক পরিস্থিতির উন্নতি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ক্রমশ তিনি সুস্থ্য হয়ে উঠছেন। চিকিৎসকেরাও বলছেন, বেশ কিছুদিন টানা পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা ছিল। কিন্তু এতে ভীত হওয়ার কিছু নাই। অচিরেই আবারো আগের মত স্বাভাবিক চলাফেরা করতে পারবেন তিনি।
গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএর সিইও সুলভ চৌধুরী ২৩ জানুয়ারী বুধবার নিউজ নারায়ণগঞ্জকে জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাঁর সুস্থতায় দোয়া কামনা করার জন্য। আশা করছেন আগামী ৩০ জানুয়ারী সংসদ অধিবেশনের আগেই তিনি তার এলাকাবাসীর মাঝে ফিরে আসতে পারবেন। সেই সঙ্গে সংসদেও যোগ দিতে পারবেন।
‘সেলিম ওসমানকে গুরুতর অসুস্থ খবর শুনে অনেকেই তাঁকে ফোন দিচ্ছেন। কেউ কেউ শংকিতও হয়ে উঠেছিলেন। কিন্তু আদৌ তার অবস্থান শোচনীয় বা গুরুতর পর্যায়ে নাই। ডাক্তারদের সকল ধরনের পরীক্ষা নিরিক্ষার পর জানানো হয়েছে তিনি আগের চেয়ে এখন অনেক সুস্থ্য।’ বক্তব্যে যোগ করেন সুলভ চৌধুরী।
তিনি আরো জানান, সেলিম ওসমান জানিয়েছেন আগামী ৩০ জানুয়ারীতে সংসদ অধিবেশন ও নারায়ণগঞ্জের অসমাপ্ত মিটিংগুলোতে উপস্থিত সহ আগের মত উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবেন। সে কারণে তিনি নারায়ণগঞ্জবাসীর দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আগে নিয়মিত বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী কাজ করতে গিয়ে সেলিম ওসমান অসুস্থ হয়ে পড়ছিলেন। চোখের সমস্যার পাশাপাশি নানা রোগে তিনি আক্রান্ত হন। বিশেষ করে ১৬ জানুয়ারী তাঁর শারীরিক পরিস্থিতি আরো অবনতি ঘটে। সে কারণেই তিনি ডাক্তারের পরামর্শে থাইল্যান্ড চিকিৎসার জন্য গিয়েছিলেন।
