শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শামীম ওসমানের `চেঞ্জ দ্য নারায়ণগঞ্জ` ক্যাম্পেইন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

মাদক, সন্ত্রাস ও চাদাবাজি দমন করতে 'চেঞ্জ দ্য ইমেজ, চেঞ্জ দ্য নারায়ণগঞ্জ' ক্যাম্পেইন- এর ঘোষণা দিয়েছেন এমপি একেএম শামীম ওসমান। তিনি বলেন, সরকারকে মানুষ ক্ষমতায় এনেছে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা প্রমাণ করে দিতে চাই, এ সরকার জনগণের বন্ধু হয়েই পাশে থাকবে।

মঙ্গলবার জেলা আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের পক্ষে প্রচারণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমি ওয়াদা করেছিলাম শুধু এলাকার উন্নয়ন নয় মাদক, সন্ত্রাস, চাদাবাজি ও ইভটিজিং পুরোপুরি দূর করতে আমি মাঠে নামবো। আমার এলাকার প্রতিটি ওয়ার্ডে জেলা পুলিশকে নিয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করবো।

সমাজে মাদক একটি মারাত্মক সামাজিক ব্যধি হয়ে দাঁড়িয়েছে। যারা মাদক বিক্রি করে তারা শয়তানের সমতূল্য এবং দেশ ও সমাজের সবচেয়ে বড় শত্রু। নারায়ণগঞ্জের এসপি মাদক ও সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা নিয়েছেন।

তবে শুধু মাদকই নয়, সন্ত্রাস, চাঁদাবাজি ওইভটিজিংয়ের বিরুদ্ধেও আমাদের জেগে উঠতে হবে। সচেতনতা সৃষ্টি হলেই এসব অপরাধী ও সমাজের শত্রুদের বিরুদ্ধে সাধারন মানুষ প্রতিরোধ গড়ে এগিয়ে আসবেন বলে আমি আশা রাখি।

এর আগে শামীম ওসমান সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, আমাদের স্লোগান হওয়া উচিত, 'চেঞ্জ দ্য ইমেজ, চেঞ্জ দ্য নারায়ণগঞ্জ'।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসীন মিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনুসহ প্রমুখ।