আমি আগামীতে নির্বাচন করবো না: শামীম ওসমান
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আর সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকনের কক্ষে বার নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।
তিনি বলেন, আমি আগামীবার ইলেকশন করবো না। আমি এটা ডিক্লেয়ার দিয়ে দিলাম। আগামীতে ইলেকশন করার কোন টার্গেট নেই।
তিনি আরও বলেন, আমরা সংসদ সদস্যরা আমাদের কাজ করবো। আমাদের দেশ বাংলাদেশ হলে নারায়ণগঞ্জ আমাদের মাতৃভূমি। এখানেই আমাদের জন্ম। নারায়ণগঞ্জে সেনাবাহিনীর প্রায় ২৭ একর জায়গা আছে। আমি চেষ্টা করছি এই ২৭ একর জায়গায় ওয়ার্ল্ড ক্লাস স্কুল এন্ড কলেজ এবং একটি ইউনিভার্সিটি তৈরি হতে পারে। এ নিয়ে সেনাবাহিনীর সাথে আমি কথা বলেছি। তারাও অমত দেননি। আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ আমি পারবো।
আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘এবারের বারের নির্বাচন কেবল বারভিত্তিক না। বারের সমস্যার সমাধান হবে এবং সমাধান শুরুও হয়েছে। কিন্তু সব আইনজীবীদের ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করতে হবে। আমাদের নারায়ণগঞ্জের ইমেজের পুনুরুত্থান চাই।’
এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির ভাইয়েরা বললেন, মূলা ঝুলিয়ে রেখেছে। এটা কোন সভ্য ভাষা না। এই প্রাকটিস থেকে ফিরে আসতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোহসিন মিয়া প্রমুখ।
