শীতার্তদের পাশে আমাদের কুমিল্লা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

বৃহত্তর কুমিল্লার শতাধিক শীতার্তদের পাশে দাঁড়ালো দৈনিক আমাদের কুমিল্লা। সোমবার দুপুরে নগরীর টাউন হলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা গণপাঠাগার ও নগর মিলনায়তনের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি শাহ মো. আলমগীর খান প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।