চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোমবার অস্ত্রসহ এক ব্যক্তি আটক করেছে র্যাব। উপজেলার কয়লাবাড়ি এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আটক এনামুল ইসলাম বানুস সদর উপজেলার রাণীবাড়ি চাঁদপুরের জামাল হোসেনের ছেলে।
র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী র্যাব-৫ এর এএসপি মো. মাইনুল ইসলাম বলেন, ভারত থেকে অস্ত্র আসবে বলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল প্রতিদিনের মত সোমবার দুপুরে কয়লাদিয়াড় এলাকায় অভিযান চালায়। এসময় এনামুল ইসলাম ভেনসুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে।