মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

সুনামগঞ্জে লড়তে চান ডজনখানেক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

সুনামগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ডজনখানেক প্রার্থী। ১১টি উপজেলায় এরইমধ্যে প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা।

তাহিরপুরে লড়তে চান জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ।

ধর্মপাশায় চেয়ারম্যান পদে লড়তে চান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, যুগ্ম সম্পাদক শামীম আহমদ মুরাদ।


 
জামালগঞ্জে চেয়ারম্যান পদে লড়তে চান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, আওয়ামী লীগ নেতা ইউসুফ আল আজাদ।

শাল্লায় চেয়ারম্যান পদে লড়তে প্রচারণা শুরু করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবনীমোহন দাস।

ছাতক উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তালিকায় আছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন।

দোয়ারাবাজারে চেয়ারম্যান পদে লড়তে চান উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি ফরিদ আহমদ তারেক।

জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণাসিন্ধু চৌধুরী বাবুল বলেন, আমি সারা জীবনই রাজনীতির পেছনে সময় বিলিয়ে দিয়েছি। প্রতিটি নির্বাচনেই দলের পক্ষে, প্রার্থীর পক্ষে কাজ করে গেছি। উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তাহিরপুরের মানুষের জন্য আরো কাজ করতে চাই।