বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

স্ত্রীর পেছনে গোয়েন্দাগিরিতে ধরা খেল স্বামী

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

স্ত্রীর পেছনে গোয়েন্দাগিরি করতে গিয়ে ধরা খেল এক স্বামী। আটক স্বামীকে থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে। সোমবার দুপুরে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোরকা পরিহিত বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।

মেয়েদের মতো হিজাব পড়ে ওই যুবক আনন্দমোহন কলেজের ভেতরে প্রবেশ করে। বাথরুম থেকে বের হবার পর কর্বব্যরত এক কর্মচারি তাকে চিনে ফেলে। তারপর তাকে সরাসরি অধ্যক্ষের কক্ষে নেয়া হলে অধ্যক্ষ পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।


 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক বলেন, তার স্ত্রীর অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে কিনা, তা জানার জন্য সে এ বেশে কলেজে প্রবেশ করেছে। এছাড়া তেমন কিছু বলেনি। তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছে দুটি বাইক চাবি, দুটি মোবাইল ফোন, দুটি মানিব্যাগ ও একটি বড় ওষুধের বোতল পাওয়া গেছে।