শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্যতিক্রমী প্রচারণায় তিন নারী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

জমে উঠেছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারণা। ২৪ তারিখ ২০১৯-২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে প্রত্যাহিক প্রচারণা। প্রার্থীরা প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। গত ১৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত মনোনিত ৩৩ প্রার্থীর মধ্যে আছেন ৩ জন নারী প্রার্থী। প্রচারণার মাঠে পুরুষ প্রার্থীদের থেকে কোন অংশে পিছিয়ে নেই তারা।

এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সম্মিলিত আইনজীবী পরিষদ সমর্থিত জুয়েল মোহসীন প্যানেলে কার্যকরী সদস্য পদ প্রার্থী এড. নুসরাত জাহান তানিয়া। বিএনপি মনোনীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট সমর্থিত কবীর-জাকির পরিষদের লাইব্রেরি সম্পাদক পদের প্রার্থী এড. শারমিন আক্তার, আরো আছেন সমাজসেবা সম্পাদক পদের প্রার্থী হিসেবে লড়ছেন এড. আসমা হেলেন বিথী। 

মূল প্যানেলের সঙ্গে প্রচারণার পাশাপশি চালাচ্ছেন ব্যক্তিগত পর্যায়ে প্রচারণা, দিচ্ছেন আদালত পাড়াকে নারী বান্ধব করার প্রতিশ্রুতি। এই প্রার্থীরা কার্যদিবসে আদালত পাড়ায় চালাচ্ছেন প্রচারণা এবং সাপ্তাহিক ছুটির দিনে আইনজীবীদের বাড়িতে গিয়ে পৌছে দিচ্ছেন নির্বাচনী সালাম।

নির্বাচনে জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করে কবীর-জাকির পরিষদের লাইব্রেরি সম্পাদক পদের প্রার্থী এড. শারমিন আক্তার  বলেন, আমরা জয়ের ব্যপারে আশাবাদী। আইনজীবীদের প্রতিশ্রুতির ফুলঝুড়িতে না ভুলিয়ে আমরা কাজ করতে চাই। আমি যেহেতু লাইব্রেরি সম্পাদক পদে লড়ছি আমাদের আইনজীবীদের জন্যে লাইব্রেরিকে আরো উন্নত করবো এবং নারীদের জন্যে সুযোগ সুবিধা বৃদ্ধি করবো।

ডিজিটাল বার ভবন নির্মানের জন্যে ভোটারদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সম্মিলিত আইনজীবী পরিষদ সমর্থিত জুয়েল মোহসিন প্যানেলে কার্যকরী সদস্য পদ প্রার্থী এড. নুসরাত জাহান তানিয়া।

প্রসঙ্গত, আগামী ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড. আখতার হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয় এড. মেরিনা আক্তারকে। নির্বাচন পরিচালনা বোর্ডের অপর সদস্যরা হলেন এড. আবদুর রহিম, এড. আশরাফ ও এড. সুখচাঁন বাবু।