শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শ্রেষ্ঠত্বের তালিকায় না’গঞ্জের ৮ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার তালিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৮ কর্মকর্তা পুরস্কার পেয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) সকালে মাসিক অপরাধ সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসারদের তালিকা প্রকাশ করা হয়।

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হক। মামলা তদন্তের সফলতা ও দক্ষতার জন্য শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. গিয়াস উদ্দিন। শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার এএসআই মো. সামসুজ্জামান। শ্রেষ্ঠ উপ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই প্রকাশ চন্দ্র সরকার। শ্রেষ্ঠ মাদক/চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. জাহিদুর রহমান।

নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান প্রমুখ।