বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

না’গঞ্জে সংরক্ষিত আসনে আলীয়া মফিজের মনোনয়নপত্র দাখিল।

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের সুযোগ্য কন্যা নারায়ণগঞ্জে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চায় এ আসনের সর্বস্তরের জনগণ। আওয়ামী লীগের একজন নির্লোভ,পরপোকারী ও নিবেদিত সৈনিকের কন্যা হওয়ায় সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি)  বিকেলে তিনি রাজধানীর ৩/এ ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপের নিকট ওই মনোনয়নপত্রটি দাখিল করেন।

মনোনয়ন জমাদান শেষে আলীয়া মফিজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আমার প্রয়াত পিতা মফিজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিজের জীবন-যৌবন সব ত্যাগ করেছেন। তিনি কখনোই স্বার্থের চিন্তা করেননি। দলকে ভালবেসে সংসার,পরিবার,পরিজন থেকে কিছুটা দূরে ছিলেন। তাই পথ ধরে আমরা এগিয়ে চলেছি। আমরাও চাই পিতার মতো করে রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের সেবা করতে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে যোগ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নারায়ণগঞ্জের আপামর জনসাধারণে সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবো।