বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

যে কারণে নির্বাচনী আমেজ নেই নারায়ণগঞ্জ-৪ আসনে

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ।

তবে নারায়ণগঞ্জ-৪ আসনের চিত্র ভিন্ন। একদল জোর প্রচারণায় থাকলে অন্যদলের কর্মী-সমর্থকদের মধ্যে নেই কোনো নির্বাচণী আমেজ।

এর অন্যতম কারণ-জোট ও মহাজোটের আসন বণ্টন ও প্রার্থী বদল। বছরের পর বছর ধরে যেসব নেতাকর্মী দলের জন্য নির্বাচনী এলাকায় হামলা-মামলার শিকার হয়ে ত্যাগ শিকার করে এলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেখা গেল জোটের শরিক দলের অচেনা কোনো নেতাকে প্রার্থী করা হল।

এতে করে বিএনপিতে  চাপা অসন্তোষ বিরাজ করছে। প্রার্থী ইস্যুতে জোটের হিসাব না করে নানা ভাগে বিভক্ত হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমানের বিপক্ষে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করছেন মানির হোসেন কাসেমী নামের ঐক্যজোটের শরিক দলের এক প্রার্থী, যাকে এলাকার ভোটার তো দূরের কথা বিএনপি নেতাকর্মীরাও এর আগে শোনেননি তার নাম।

প্রার্থী বদলের রেশ কাটতে নাকাটতেই  খালেদা ও তারেকের ছবি সংযুক্ত না করেই ছাপিয়েছে  নির্বাচনী পোষ্টার। যাতে করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে এখনো পর্যন্ত প্রচারনার মাঠে দেখা যায়নি বিশ দলীয় জোটের কোন নেতাকে।