না.গঞ্জে আসছেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
আজ(১৮.০১.১৯) নারায়ণগঞ্জে আসছেন জনপ্রিয় কথাসাহিত্যিক, সাংবাদিক ও চিত্রনাট্যকার আনিসুল হক। শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চাষাড়ার সুধীজন পাঠাগারে অনুষ্ঠিতব্য অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরষ্কার ২০১৮ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নুরুল হকের সৌজন্যে প্রবর্তিত হয়েছিল ‘অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার’। ২০১৪ সাল থেকে এই পুরষ্কার প্রদান শুরু হয়। এবার অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরষ্কার ২০১৮ পেয়েছেন কথাসাহিত্যিক, সাংবাদিক ও চিত্রনাট্যকার আনিসুল হক।
সুধীজন পাঠাগারের পরিচালক কাশেম জামালের সভাপতিত্বে ‘অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরষ্কার ২০১৮ ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক অধ্যাপক ড. এসএম জাবেদ আহমেদ।
