ডিবির হাতে ৩ আন্তঃজেলা মাদক সরবরাহকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৭ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে আন্তঃজেলা মাদক সরবরাহকারী ৩ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজাসহ বহনকারী ঢাকা মেট্রো-ট-২০-৫৩০১ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি ) সকালে ঢাকা–নারায়ণগঞ্জ রোডের পাশে ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার বেনজনি মালুর ছেলে মঙ্গল মালু (৩০), বাগেরহাট জেলার হালিম খানের ছেলে বোরহান উদ্দিন (২৮) ও চট্টগ্রাম জেলার আবু তাহেরের ছেলে ট্রাক চালক আক্তার হোসেন।
জেলা ডিবি ইন্সপেক্টর গিয়াসউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে মালবাহী ট্রাক দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত রোড থেকে ঢাকা মেট্রো-ট-২০-৫৩০১ নাম্বারের একটি ট্রাক তল্লাশি করে ২০ কেজিঁ গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তঃজেলা মাদক সরবরাহকারী। সীমান্ত এলাকা থেকে তারা মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পৌছে দেয়।
