আমি সবসময় ভালোর সাথে আছি: আইভী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি জনগণের সাথে সর্বক্ষণ আছি। আমি সবসময়ই তাদের পাশে থাকতে চাই।’
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় আরবান কমিউনিটি ভলেন্টিয়ারদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে তিন দিন ব্যাপী এর কর্মশালার আয়োজন করে সেভ দ্যা চিলড্রেন ও কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি)।
সনদ প্রদান অনুষ্ঠানে মেয়র আরও বলেন, ‘আমাদের ওয়ার্ড সাতাশটা। প্রতিটা ওয়ার্ডে মিনিমাম একজন ভলেন্টিয়ারদের তৈরি করতে পারাটাই বড় ব্যাপার। অনেক ওয়ার্ড রয়েছে খুবই রিস্কি ওয়ার্ড। এসব এলাকাতেও যেন বেশি জোর দেয়া হয় সেটার জন্য আমি এ অর্গানাইজেশনকে অনুরোধ করবো। এতে সিটি কর্পোরেশনের কোন অর্থায়ন প্রয়োজন হলে সেজন্য আমরা প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি এসব অর্গানাইজেশন ভালো কাজ করে। আমি সবসময় ভালোর সাথে আছি।’
গণ্ডির বাইরে গিয়ে সাধারণ স্কুলের বাচ্চাদেরও যদি প্রশিক্ষণ দেয়া যায় তাহলে ভালো হয় বলেও মন্তব্য করেন মেয়র আইভী।
উপস্থিত নারী ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরিবারের সব সদস্যের সাথে সমঝোতা করেই এগিয়ে চলতে হবে। খাওয়া-দাওয়া ঠিকমতো করতে হবে। নারীদের এসব কাজে এগিয়ে আসতে হবে। নারীদের প্রশিক্ষণ দিতে হবে। আপনাদের পাশে সবসময়ই আমরা আছি।’
বক্তব্য শেষে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী কর্মশালায় অংশগ্রহণকারী ভলেন্টিয়ারদের হাতে সনদপত্র ও পরিচয়পত্র তুলে দেন। এ সময় সেভ দ্যা চিলড্রেন ও কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্টের (সিপিডি) পক্ষ থেকে মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন সিপিডি’র নারায়ণগঞ্জ প্রতিনিধি কাজী এনামুল কবির। উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনায় ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের মোট ১৯৭ জন আরবান কমিউনিটি ভলান্টিয়ার সদস্যদের দুর্যোগপূর্ব-প্রস্তুতি ও বিভিন্ন দুর্যোগে করণীয় বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি, সাড়াপ্রান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা প্রক্রিয়া শক্তিশালী ও স্থায়ীকরণে ওয়ার্ড অথবা সিটি কর্পোরেশনের তত্বাবধানে কার্যালয় স্থাপনের বিষয়টি উঠে আসে।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্মন, নারায়ণগঞ্জ অঞ্চলের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, উপ সহকারী পরিচালক মামুনুর রশিদ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সেভ দ্যা চিলড্রেন অর্গানাইজেশনের হিউম্যানিটেরিয়ান ডিরেক্টর মোস্তাক হোসেন, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কমিউনিকেশন স্পেশালিষ্ট সৈয়দ আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির সহকারী প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবির ও সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শুকলা ঠাকুর।
