রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জ-২ আসনে বাবুর পক্ষে উঠান বৈঠক 

আড়াইহাজার প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নারায়ণগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী  নজরুল ইসলাম বাবু প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচনী বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এমপি প্রার্থী বাবুর সমর্থকরা বলছেন, গত ৫ বছরে এলাকায় বিভিন্ন যে উন্নয়ন করেছেন যা চোখে পড়ার মতো। তাই এবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন বাবুর সমর্থকরা। 

নজরুল ইসলাম বাবুর কর্মী-সমর্থকরা প্রতিদিন আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছেন। বিশেষ করে আড়াইহাজারের সাতগ্রামের প্রতিটা উঠান বৈঠকে সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি জয়নাল আবেদীন মুকুলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

উঠান বৈঠকে যুবলীগ নেতা জয়নাল আবেদীন মুকুল বলেন, আমার নেতা ও অভিবাবক বাবু ভাইয়ের নের্তৃত্বে আছি। তিনি আড়াইহাজারকে যে ভাবে উন্নয়নেরর মাধ্যমে পরিবর্তন করেছেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে রাত-দিন পরিশ্রম করছি। বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ।