বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন সোলায়মান

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা এম সোলায়মান। শনিবার (১৫ ডিসেম্বর) জেলার অভিজাত এ ক্লাবটির কার্যনির্বাহী কমিটির-২০১৯ সালের বার্ষিক নির্বাচনের ফলাফলে নির্বাচিত হন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৪২ ভোটের ব্যবধানে হারিয়ে সভাপতির আসন নিজের করে নেন সোলায়মান।

এদিকে এ দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ১২৩৭ জন ভোটারের মধ্যে ৯৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করে পরিচালনা কমিটি। এরমধ্যে সোলায়মান পেয়েছেন ৫৮৭ ভোট। অপরদিকে আবুল মনসুর পেয়েছেন ৩৪৫ ভোট। বাতিল হয় ৫টি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, শফিকুল ইসুলাম, হুমায়ূন কবির ও হাবিবুর রহমান বাদল।