বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কুষ্টিয়ার মিরপুরে দিশা সংস্থার সহযোগিতায় বুধবার দুপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি ইউএনও এস এম জামাল আহমেদ এ হুইল চেয়ার বিরতণ করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, দিশা সংস্থার সহকারী নির্বাহী রবিউল ইসলাম, মেহেদী হাসান, এরিয়া ম্যানেজার মনিরুল হক চৌধুরী, ব্র্যাঞ্চ ম্যানেজার মহিবুল ইসলাম প্রমুখ।

এ সময়ে অতিথিরা দুইজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।