মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষের হামলায় কাবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কাবুল হোসেন মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘মাঠপাড়া গ্রামের নাজমুলকে দুইদিন আগে ধানকাটা নিয়ে কাবুল মারধর করে। তারই জেরে মঙ্গলবার রাতে নাজমুল কয়েকজনকে সঙ্গে নিয়ে কাবুলকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে মাঠের মধ্যে ফেলে রাখে। 

খবর পেয়ে পরিবারের লোকজন কাবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।