মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিলেটের সেই তিন জঙ্গি রিমান্ডে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সিলেটের আতিয়া মহলে অভিযানের ঘটনায় নিহত জঙ্গি মর্জিনার বোনসহ তিন জঙ্গির পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকী এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- নিহত জঙ্গি মার্জিয়ার বোন আর্জিনা বেগম, তার স্বামী জসিম উদ্দিন ও তাদের প্রতিবেশি বান্দারবনের নাইক্ষ্যংছড়ির মো. হাসান।

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) অ্যাডিশনাল এসপি সারওয়ার জাহান বলেন, আদালতে আমরা পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিনদিনের মঞ্জুর করেন।

এর আগে, বুধবার দুপুরে পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আর্জিনাসহ ৩ জনকে আতিয়া মহলের জঙ্গিবিরোধী অভিযানের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন একই আদালত।

২০১৭ সালের ২৩ মার্চ জেলার দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় আতিয়া মহলে জঙ্গিদের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে জঙ্গি মুক্ত হয় আতিয়া মহল। জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গি মর্জিনা বেগম ওরফে মার্জিয়াসহ চার জঙ্গি নিহত হন। এছাড়া আতিয়া মহলের বাইরে জঙ্গিদের গ্রেনেড হামলায় র‍্যাব-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সাতজন নিহত হয়।