শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘সোনারগাঁওয়ের সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাস-ঐতিহ্য’

ডেস্ক রিপোর্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সোনারগাঁওয়ের সাথে বাংলার ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে আছে মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ঐহিত্যবাহী এ স্থানটি রাজধানী ঢাকা থেকে অনেক কাছে। এখানে ভালো মানের হোটেল এবং ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সমন্বয় রেখে অবকাঠামো গড়ে তুলতে পারলে প্রচুর পর্যটক আকৃষ্ট করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে আমাদের ১৬৮ বিঘা জমি রয়েছে। এ জায়গাটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে পর্যটন আকর্ষণসহ সোনারগাঁওয়ের হৃত গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কে এম খালিদ বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আমার ওপর আস্থা রেখে আমাকে এ মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দিয়েছেন। তিনি তার সবটুকু সামর্থ্য উজাড় করে এ মন্ত্রণালয়কে একটি প্রগতিশীল মন্ত্রণালয়ে পরিণত করব।

এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন করে কাজ করব। সে লক্ষ্যে ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সকল দফতর ও সংস্থা প্রধানের সাথে বৈঠক করেছি। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাবমূর্তি দিনদিন উজ্জ্বল হতে উজ্জ্বলতর হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পরিচালক কবি রবীন্দ্র গোপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁও উপজেলা কমান্ড এর ডেপুটি কমান্ডার ওসমান গণি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন প্রমুখ।

পরে মন্ত্রী মেলা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী তামা-কাঁসা-পিতল শিল্পের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন।