না’গঞ্জে অপহরণের অভিযোগে গ্রেফতার ১
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার বই বিক্রেতা মোস্তফা সরকারকে অপহরণ মামলায় আকরাম হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) শহরের ডিআইটি কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। আকরাম মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মাইজবাড়ি এলাকার মৃত জমির আলীর ছেলে।
এর আগে সোমবার (১৪ জানুয়ারি) রাতে আকরামের বাবা লুৎফর রহমান বাদী হয়ে অপহরণ ও গুম করার অভিযোগে একটি মামলা করেন।
জানা যায়, গত ১১ জানুয়ারি বিকেল ৪টার দিকে খানপুর যাওয়ার জন্য বাসা থেকে বের হন মোস্তফা। বিকেল ৫টায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিন সকালে ব্যবসায়িক লেনদেন নিয়ে মোস্তফার সঙ্গে আকরামের বিরোধ হয়। এ সময় তাকে হত্যার হুমকিও দেন আকরাম।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বই বিক্রেতা মোস্তফাকে অপহরণ ও গুমের অভিযোগে আকরামকে গ্রেফতার করা হয়েছে।