না’গঞ্জ সওজের মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সওজ কর্তৃপক্ষ। সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপ সচিব মো. মাহবুবুর রহমান ফারুকী। এসময় আরো উপস্থিত ছিলেন সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার (১১ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে নির্দেশ দেন যে মহাসড়কের পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে উচ্ছেদ করতে হবে ।
এই নির্দেশের প্রেক্ষিতে এ উচ্ছেদে অভিযান শুরু করেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন।
