শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়নে আমূল পরিবর্তন হবে: সেলিম ওসমান

নিজস্ব প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

শিক্ষা, শিল্প ও স্বাস্থ্য ক্ষেত্রে আমুল পরিবর্তন সহ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভিশন ২০২২ বাস্তবায়ন আগামী ৩ বছরের মধ্যে সম্পন্ন করার অঙ্গিকার ব্যক্ত করে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, আজকের এই সংবর্ধনাই প্রথম এবং শেষ সংবর্ধনা। আমি সংবর্ধনা নিয়ে সময় ক্ষেপন না করে নারায়ণগঞ্জের সবাইকে নিয়ে প্রাচ্যের ডান্ডির হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ কলেজে নারায়ণঞ্জ-৫ আসনের সাংসদ ও কলেজের সভাপতি একেএম সেলিম ওসমানকে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে পুনরায় এমপি হওয়ায় নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংসদ সেলিম ওসমান তার বক্তব্যে বলেন, আমি বিগত সাড়ে ৪ বছর জনগণের গোলামী করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে পুনরায় এমপি বানিয়ে দায়িত্ব দিয়েছে তাই আগামী ৫ বছরসহ সারা জীবন জনগণের গোলামী করে যেতে চাই। এ জন্য আমি সকলের সহযোগিতা চাই। আমি যাতে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়ন করে আধুনিক নারায়ণগঞ্জ গড়তে পারি আমার জন্য রাজনীতি বড় কিছু নয়। আমি ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে যেতে চাই। আমার রাজনীতি ভবিষ্যত প্রজন্মের উন্নয়নের রাজনীতি। ভবিষ্যত প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে চাই। আমি নারায়ণগঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয় করার কাজ হাতে নিয়েছি। এ কলেজ বিশ্ববিদ্যালয় হবে। এ জন্য কলেজের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন শুরু করা হয়েছে। ইতিমধ্যে কলেজের অথ্যায়নে ৭ তলা ভবন নির্মান সম্পন্ন হয়েছে বাকি ৩ তলাও ইনশাল্লাহ সম্পন্ন হবে। তখন উচ্চ শিক্ষা গ্রহনে আমাদের সন্তানদের ঢাকায় যেতে হবে না। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ কলেজকে মডেল কলেজ হিসাবে খেতাব দিয়েছে।

তিনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জের ছেলেমেয়ের জন্য বন্দরের শান্তির চরে শিল্পায়ন করার কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী শিল্পায়নের জন্য ১৫০ একর জমি বরাদ্ধ দিয়েছেন। আমি দক্ষ কারিগর গড়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্র করেছি। যুবকরা প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে কাজ করে বিদেশের টাকা দেশেই উপার্জন করতে পারে। আমি ইতিমধ্যে স্বাস্থ্য খাতে আমুল পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে নারায়ণগঞ্জ ৩’শ হাসপাতালকে ৫’শ শয্যায় উন্নীত করার কাজ চলছে। নারায়ণগঞ্জের মানুষ যাতে উন্নয়ত চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয় সে লক্ষ্যে নারায়ণগঞ্জে একটি মেডিক্যাল কলেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের প্রতি আন্তরিক তিনি নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজ করার অনুমতি দিবেন। পরিশেষে তিনি কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেন। বিকালে কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাসরিন ওসমান, বিকেএমইএর সহ-সভাপতি মনসুর আহমেদ। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ড. অধ্যাপক শিরিন বেগম, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান, বিশিষ্ট ব্যবসায়ী অমল পোদ্দার, জিএম ফারুক, হুমায়ূন কবির শিল্পী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক।